স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ লকডাউনে স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে সর্বস্তরের ব্যবসায়ীদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এই সভা অনুষ্টিত হয়। হবিগঞ্জের ব্যবসায়ী সংগঠন সমূহ যথা-হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস্), হবিগঞ্জ স্বর্ণ ব্যবসায়ী সমিতি, হবিগঞ্জ বস্ত্র ব্যবসায়ী সমিতি, হবিগঞ্জ টাইলস্ ব্যবসায়ী সমিতি, কালীবাড়ী ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কার্যালয়ে চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম এর সভাপতিত্বে ও চেম্বার পরিচালক আবু হেনা মোস্তফা কামাল এর পরিচালনায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক, বাবু শংকর পাল, মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি মোঃ শামছু মিয়া, ব্যকস্ এর সভাপতি মোঃ শামছুল হুদা, ব্যকস্ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, হাজী মকসুদ মিয়া, আহমেদ কবীর আজাদ, সমীর চন্দ্র বণিক, কবীর আহমেদ, লিটন আহমেদ, মোঃ মুজিবুর রহমান, আজিজুর রহমান মাসুদ, আব্দুল কাইয়ূম, বদরুল আলম, আহমেদ খান শুভ, হাজী নজরুল ইসলাম প্রমূখ। সভায় আরও উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক-মোঃ এনামুল হক, মোঃ জাহিরুল আলম, মফিজুর রহমান বাচ্চু, আমিনুল ইসলাম বাবুল, মোঃ কাউছার আহমেদ জনি, মোঃ জয়নাল আবেদীন, সিদ্ধার্থ শংকর রায় পিনাক, অতীন কুমার দত্ত চৌধুরী পাপন। সভায় সর্বসম্মতিক্রমে নি¤œলিখিত দাবী সমূহ জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী বরাবর প্রেরণের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। দাবী সমূহ ঃ ১. আগামী ৭ এপ্রিল থেকে হবিগঞ্জের সর্বস্তরের ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে বিকাল টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা। ২. ব্যবসায়ীদের স্বার্থে ব্যাংক লেনদেনের সময়সীমা বৃদ্ধি করা। ৩. বাহির থেকে আগত ব্যবসায়ীদের প্রয়োজনীয় মালামাল আনলোডের সময় বৃদ্ধি করা। ৪. ট্রাফিক পুলিশের অযাচিত হয়রানী বন্ধ করা এবং পুলিশের হয়রানী থেকে বাঁচতে আনলোড কারী শ্রমিকদেরকে কার্ড প্রদান। ৫. ব্যবসা প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় মোবাইল কোর্ট পরিচালনা না করা।