স্টাফ রিপোর্টার ॥ করোনায় আক্রান্ত হয়ে হবিগঞ্জে আরো ১ জন মৃত্যুবরণ করেছেন। ৭০ বছর বয়স্ক ানহত ব্যক্তি হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বাসিন্দা। গত ৩ এপ্রিল তিনি নমুনা দেন। গতকাল ৪ তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
এছাড়া গতকাল হবিগঞ্জে নতুন করে আরো ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১ জন হবিগঞ্জ সদর উপজেলার, মাধবপুর উপজেলার ৪জন ও বাহুবল উপজেলার ১জন বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৫ জন, মৃত্যুবরণ করেছেন ১৮ জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য জানিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান।