স্টাফ রেিপার্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের লেভেল সমন্বয় কমিটি (ডাব্লুএলসিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে রাজনগর এলাকায়। গতকাল মঙ্গলবার ওই সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। সভায় ওয়ার্ড লেভেল সমন্বয় কমিটির সদস্যবৃন্দ ছাড়াও ৭নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেয়র আলহাজ্ব জি কে গউছ ৭নং ওয়ার্ডের নাগরিক সেবা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বিরাজমান সমস্যাগুলো দ্রুততার সাথে সমাধান করা হবে বলে আশ্বস্থ করেন। সভায় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু ও সৈয়দা লাভলী সুলতানা উপস্থিত ছিলেন।