স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় গণসচেতনার লক্ষে প্রচার-মাস্ক বিতরণ করছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। গতকাল শনিবার দুপুরে শহরের চৌধুরী বাজার নতুন খোয়াই মুখ এলাকায় ও কাচামাল হাটা, ফল পট্রিসহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন। জেলা পরিষদের পক্ষ থেকে এসব মাস্ক বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিহ হুসেন চৌধুরী বলেন, করোনা প্রতিরোধে সরকারের ১৮ দফা সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যবসা বাণিজ্য করতে হবে। এ সময় ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পড়ার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল আমিন ওসমান প্রমূখ।