স্টাফ রিপোর্টার ॥ রাস্তায় সাইট দেয়াকে কেন্দ্র করে সিএনজি চালক ও যাত্রীদের হামলায় ট্রাক্টর চালক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা সৈয়দপুর নামক স্থানে।
আহত ট্রাক্টর চালক উজ্জল মিয়া (২০) জানায়, হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের সাদ্দাম মিয়া ও ইকবাল মিয়াসহ ৫/৬ জন সিএনজি দিয়ে যাচ্ছিল। এ সময় সাইট দেয়া নিয়ে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উল্লেখিতরা তাকে মারধোর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।