স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে ৫৫ বছর বয়সী এক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মাধবপুর থানার পুলিশ লাশটি সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ময়নাতদন্ত শেষে বিকেলে কোনো ওয়ারিশ না থাকায় আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত শুক্রবার বিকেলে অজ্ঞাত ওই ব্যক্তির লাশটি বাগানের ভেতর গাছের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মাধবপুর থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।