স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধকরণ ও সচেতন করতে গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় “সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ (২) ধারা অনুসারে ১১টি মামলায় ১ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হবিগঞ্জ সদর মাশফিকা হোসাইন। শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।