বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

নবীগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতির পদ ফিরে পেতে মুকুলের দৌড়ঝাঁপ

  • আপডেট টাইম শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গরীবের চাল আত্মসাতের দায়ে দলীয় পদ ফিরে পেতে দৌড়ঝাপ শুরু করেছেন নবীগঞ্জের ইমদাদুর রহমান মুকুল।
চাল আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ায় ইউপি চেয়ারম্যান থেকে বরখাস্তের পর নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকেও অব্যাহতি দেয়া হয় মুকুলকে।
তিনি নবীগঞ্জের গজনাইপুর ইউপির চেয়ারম্যান ছিলেন। দৃশ্যমান চাল আত্মসাতের ঘটনায় দীর্ঘ আইনী লড়াইয়ে তিনি পরাজিত হন। এবার দলীয় পদ ফিরে পেতে নানা চেষ্টা তদবীর ও বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
জানা যায়, বিগত ৪ বছর ধরে ২২৯ জন লোকের খাদ্য বান্ধব কর্মসূচীর (১০টাকা) কেজির চাল আত্মসাতের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর শুরু হয় সরকারীভাবে তদন্ত। অভিযোগ প্রমাণিত হওয়ায় গেল বছরের গত ৭ জুলাই গজনাইপুর ইউনিয়ন চেয়ারম্যান পদ থেকে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর দীর্ঘ আইনী লড়াইয়ে তিনি চেয়ারম্যান পদটি ফিরে পাননি।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবী শেখ শফিক মাহমুদ পুষ্প জানান, ‘খাদ্যবান্ধব কর্মসূচির ২২৯ সুবিধাভোগীর জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের দায়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি চেয়ারম্যান মুকুলকে বরখাস্ত করে যে আদেশ দিয়েছে তা বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে ইমদাদুর রহমান মুকুলের চেয়ারম্যান পদে পুনর্বহালের আর কোনো সুযোগ রইল না।’
এদিকে চাল আত্মসাতের অভিযোগ সরকারি তদন্তে প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ১৫ জুলাই নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সর্বসস্মতিক্রমে ইমদাদুর রহমান মুকুলকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পর থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছেন গিয়াস উদ্দিন আহমেদ।
সম্প্রতি এ পদ ফিরে মুকুল বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছেন ইমদাদুর রহমান মুকুল।
সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে আজ শুক্রবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের এক সভা হবিগঞ্জে অনুষ্ঠিত হবে। সভায় ইমদাদুর রহমান মুকুলের অব্যাহতির বিষয়টি আলোচনা হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সহ সভাপতি। সাখাওাত হোসেন শফিক বলেন, মুকুলের বিরুদ্ধে দলীয় অধিকতর তদন্ত চলছে। প্রমাণিত হলে দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com