এ রহমান অলি, লন্ডন ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে গত ২৯ মার্চ রাত ৮টায় যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ কর্তৃক এক ভাচুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, যুক্তরাজ্য আওয়ামীলীগ সংগ্রামী সভাপতি সুলতান শরীফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ। উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহন করেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালিত করে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, স্বাধীনতার চেতনায় বলিয়ান হয়ে, মুক্তিযোদ্ধের চেতনাকে সমুন্বত রাখতে যুক্তরাজ্য যুবলীগ বদ্ধপরিকর। স্বাধীনতার যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন প্রবাসী মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান নেতা সুলতান শরীফ আহমেদ এবং নঈম উদ্দিন রিয়াজ। সভার প্রথমেই সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।