স্টাফ রিপোর্টার ॥ চেক ডিজঅনার মামলায় বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের হাফেজ মাওলানা লুৎফুর রহমানের পুত্র হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার শায়েখে কাটখালী কথ স্টোরের নাজমুল আলমের ৫ মাসের সশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন বিজ্ঞ বিচারক। হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক মিথিলা ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর নাজমুল আলম আইনজীবীর মাধ্যমে আপিলের শর্তে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, নাজমুল আলম ১৬ লাখ টাকায় ব্যবসায়ী মোঃ আব্দুল কবির এর ব্যবসা প্রতিষ্ঠান হ্যাপী ক্লথ স্টোর খরিদ করেন। ওই সময় নাজমুল আলম ২০১৯ সালের ১২ জুন মোঃ আব্দুল কবিরকে ৪ লাখ টাকার একটি চেক দেন। মোঃ আব্দুল কবির ওই চেকটি একই বছরের ১৯ আগস্ট ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলন করতে গেলে নাজমুল আলমের একাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্স থাকায় চেকটি ডিজঅনার হয়। এ ঘটনায় মোঃ আব্দুল কবির ২০১৯ সালের ২৮ আগস্ট নাজমুল আলমকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। নাজমুল আলম নোটিশ পেয়েও টাকা পরিশোধ না করায় মোঃ আব্দুল কবির আইনের আশ্রয় নেন। তিনি নাজমুল আলমের বিরুদ্ধে হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ ২য় আদালতে মামলা দায়ের করেন। মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক নাজমুল আলমের ৫ মাসের সশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। গত ১৮ মার্চ এ রায় ঘোষণা করা হয়।