প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের প্রিয় মূখ পুরাতন হাসপাতাল সড়ক নিবাসী ডাঃ মুকুল কান্তি চৌধুরী গত ৩০ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি দীর্ঘ দিন যাবত হবিগঞ্জ সদর হাসপাতাল, কাকাইলছেও স্বাস্থ্য কমপ্লেক্স, সুজাতপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সুনামের সহ কর্মজীবন অতিবাহিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা, ৩ জামাতা, ১ নাতি ও ৮ নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। ওই রাতেই প্রয়াতের শেষকৃত্যঅনুষ্ঠান হবিগঞ্জ পৌর মহা শ্মশানঘাটে সম্পন্ন করা হয়।