প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অংশবিশেষ ও এর সাথে সঙ্গতিপূর্ণ কাহিনী নিয়ে ইতিহাসভিত্তিক নাটক ‘মুক্তিসৌধের স্থপতি’হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে। মুজিববর্ষ উপলে জেলা শিল্পকলা একাডেমির এ প্রযোজনা গত ২৭ মার্চ শনিবার রাত ৮টায় মঞ্চস্থ হয়। হবিগঞ্জে মুক্তিযুদ্ধ সম্পর্কিত ঘটনা প্রবাহ নাটকটিতে উঠে এসেছে। নাটকে চরিত্র হিসেবে মঞ্চে দেখা গেছে সেসময়ে দেশের পক্ষে-বিপক্ষে থাকা বাস্তব চরিত্রদের। নাটকটির রচনা করেছেন সিদ্দিকী হারুন ও নির্দেশনা দিয়েছেন ইয়াছিন খাঁ। এ নাটকে ’৭০-এর নির্বাচনের পূর্বে শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধুর আগমন, হবিগঞ্জের ট্রেজারি থেকে অস্ত্র খালাস, তেলিয়াপাড়া বাংলোতে রণকৌশল নির্ধারণী বৈঠক, মাধবপুরের প্রতিরোধ যুদ্ধ, শান্তি কমিটির বৈঠক, পাকবাহিনীকে স্বাগত জানানোর প্রস্তুতি, ৩০ এপ্রিল হবিগঞ্জে পাক বাহিনীর অনুপ্রবেশ ও অগ্নিসংযোগ-লুন্ঠনসহ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনাবলী বিধৃত হয়েছে। নাটক প্রসঙ্গে নাট্যকার সিদ্দিকী হারুন বলেন, ‘দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল হবিগঞ্জের মুক্তিযুদ্ধের প্রধান কুশীলবদের নিয়ে একটি নাটক লিখার। মুজিববর্ষে জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা হিসেবে দাঁড় করানোর জন্য অন্তত চারবার সংশোধনের পর পা-ুলিপিটি বর্তমান রূপ পেলো। তবে মঞ্চায়নের ক্ষেত্রে নির্দেশনার স্বার্থে কিছু কিছু অংশ পরিমার্জিত হয়েছে। শেষপর্যন্ত একটি ঐতিহাসিক মূহুর্তে প্রযোজনাটি মঞ্চে, এটি ভেবে ভাল লাগছে।’
নির্দেশক ইয়াছিন খাঁ বলেন, ‘বিস্তর প্রতিকূলতা পেরিয়ে ‘মুক্তিসৌধের স্থপতি’ প্রযোজনাটি আলোর মুখ দেখেছে। অনেক দিনের শ্রম সার্থক হয়েছে।’ ‘মুক্তিসৌধের স্থপতি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহ্ আলম চৌধুরী মিন্টু, এনামুল হক, ইয়াছিন খাঁ, নিহারীন খানম চৌধুরী, সুরেশ দাস লিটন, ফাহাদ আফছার সোহান, শহীদুল ইসলাম শহীদ, যোশেফ হাবিব, মো. হাবিবুর রহমান খোকন ও বিকাশ দাস। নাটকটির আলোক পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। পোশাক পরিকল্পনায় আশীষ দাশ, মঞ্চ পরিকল্পনায় ছিলেন স্বপন দাস, কারিগরি সহযোগিতা দিয়েছেন সৈয়দ শাহরিয়ার এবং শব্দ ও আলোক নিয়ন্ত্রণে ছিলেন যথাক্রমে মো. আব্দুল্লাহ আল ফারুকী ও জুবায়েদ হোসেন। নাটক মঞ্চায়নের পর এক সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রাজীব দাশ পুরকায়স্থ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সভাপতি রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, জীবন সংকেতের সভাপতি অনিরুদ্ধ কুমার ধর, নাট্যকার রুমা মোদক প্রমুখ।