স্টাফ রিপোর্টার ॥ ২৫ মার্চ “ গণহত্যা দিবস “কে “আন্তর্জাতিক গণহত্যা” দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য জাতিসংঘের সামনে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। গত ২৫ মার্চ বুধবার এই কর্মসূচি পালন করা হয়। একই সাথে বাংলাদেশ স্থায়ী মিশন বরাবর স্মারকক লিপি প্রদান করা হয়। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যর দিক নিদের্শনায় জাতিসংঘের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শফিকুর রহমান সাফাত এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্ট্রেট আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুর রহমান সহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৫ মার্চ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায়। তাই এই দিন টিকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস ঘোষণা করার দাবী জানানো হয়।