স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে পেট্রোল ডিউটি করার সময় বেপরোয়া ট্রাকের চাপায় পুলিশের পিকআপ ভ্যান দুমড়ে মুচড়ে গেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় শায়েস্তাগঞ্জ থানার কনস্টেবল স্বপন (২৫), মাজহারুল ইসলাম (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার রাতে ওই সড়কের দেউন্দি এলাকায় এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব জানান, পেট্রোল ডিউটি করার সময় তারা আহত হন। একজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন হবিগঞ্জ আছে।