প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতি বছরের ন্যায় চুনারুঘাট উপজেলার মুরারবন্দ সিপাহসালাহ সৈয়দ নাছির উদ্দিন (রহ:) সহ ১২০ আউলিয়ার মাজার শরীফ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্বির্য্যরে মধ্যে দিয়ে পবিত্র লাইলাতুল শব-ই-বরাত পালিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংস্য আশেকান ও ভক্তবৃন্দের সমাগম ঘটে। মাহফিলে পুলিশ প্রশাসনের লোকজন কঠোর নিরাপত্তায় নিয়োজিত ছিল। ফজর নামাজের পর আশেকান ও ভক্তবৃন্দের সাথে নিয়ে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী।