সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বানিয়াচংয়ে হেফাজতের অর্ধদিবস হরতাল পালিত ॥ আজমিরীগঞ্জে হরতাল সমর্থকদের হামলায় ওসিসহ আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া/শেখ আমির হামজা সারাদেশে হেফাজতে ইসলামের ডাকে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী পালিত হলেও হবিগঞ্জের বানিয়াচংয়ে স্থানীয়ভাবে অর্ধ দিবস হরতাল পালন করা হয়েছে। হরতাল চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ ছিল। শান্তিপূর্ণ হরতাল শেষে দুপুর ১২ টায় বড় বাজার পাঁচ রাস্তার মোড়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মাওলানা মুনতাসির আলম সুহানের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ। এদিকে বেলা সাড়ে ১১টায় আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় রাস্তায় দায়িত্বপালনকালীন সময়ে হরতাল সমর্থনকারীদের অর্তকিত হামলায় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলামসহ অন্তত ১০জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় পিকেটাররা থানার সরকারী গাড়ী ব্যাপকভাবে ভাংচুর করে একই সময়ে তারা ১টি মোটর সাইকেল ভাংচুর এবং ২টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় আজমিরীগঞ্জ থানার এসআই প্রনসেল, মজিবুর, এএসআই জাহাঙ্গীর, রেজা, পুলিশ সদস্য জাকারিয়া, সাজ্জাদ, জহির, শাকিল এবং রাজিনসহ অন্তত ১০ জন পুলিশ আহত হয়েছে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম এর সাথে আলাপকালে তিনি জানান, আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে হরতাল চলাকালীন সময়ে নোয়াগড় রাস্তায় দায়িত্বপালনরত অবস্থায় হঠাৎ করে রাস্তায় পিকেটিংরত শত শত হরতাল সমর্থনকারীরা আমাদের উপর অর্তকিত হামলা চালায়। এ সময় তারা পুলিশের ১টি সরকারী গাড়ী এবং ১টি মোটর সাইকেল ভাংচুর করে এবং ২টি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com