স্টাফ রিপোর্টার ॥ শ্রদ্ধা-ভালোবাসা আর চোখের জলে চিরন্দ্রিায় শায়িত হলেন দৈনিক মানবকণ্ঠের প্রকাশক, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক, সাবেক এমপি, বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা সর্বজন শ্রদ্ধেয় জাকারিয়া খান চৌধুরী। শুক্রবার সকাল ১১ টায় তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা মাঠে সর্বশেষ জানাযা শেষে শতমুখা গ্রামের পারিবারিক কবরস্থানে দাদার কবরে তাকে দাফন করা হয়। জানাজায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। জানাজার পূর্বে আলোচনা সভায় বক্তারা তার স্মৃতিচারণ করে বলেন, হবিগঞ্জ ও দেশের উন্নয়নে তার অনেক অবদান রয়েছে। তিনি অত্যন্ত সৎ, নিরহংকার ও পরোপকারী মানুষ ছিলেন। এলাকার কোনো মানুষ তার কাছে কোনো সহযোগিতার জন্য গেলে তিনি কখনো ফিরিয়ে দিতেন না। এলাকার মানুষের সঙ্গে ছিল তার হƒদিক সম্পর্ক। সময় পেলেই ছুটে আসতেন নিজ এলাকায়। তার একক প্রচেষ্টায় হবিগঞ্জে অনেক দৃশ্যমান উন্নয়ন হয়েছে।
এ সময় বক্তারা, তার স্মৃতিকে ধরে রাখতে তার প্রচেষ্টায় নির্মিত হবিগঞ্জ-বানিয়াচং অথবা হবিগঞ্জ-সুজাতপুর সড়ককে তার নামে নামকরন করার দাবি জানান।
জানাজায় নামাজের আগে তার স্মৃতিমূলক বক্তব্য দেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমির হোসেন মাস্টার, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, এলাকার প্রবীণ মুরব্বী আলহাজ্ব আতাউর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জান জাহির, সৈয়দ এখলাছুর রহমান খোকন, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, সাইফুল ফারকী, বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম, প্রবীণ মুরব্বী হাজী ফজলুর রহমান, হাসান চৌধুরী হেমসিন, সাদিকুর রহমান, আব্দুল হান্নান মেম্বার, শুভ আহমেদ মজলিস, মো. নুরুল হুদা, নুরুল আমীন চৌধুরী, হাজী মো. জিতু মিয়া, মো. জাহির মিয়া, নাছির চৌধুরী, সহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মরহুম জাকারিয়া খান চৌধুরীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রুহের আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন, ফুফাতো ভাই আব্দাল চৌধুরী, জাকারিয়া চৌধুরীর ভাতিজা সাবেক চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী। জানাজার নামাজ পরিচালনা করেন শতমুখা জামে মসজিদের খতিব মাওলানা মোশাহিদুল ইসলাম, দোয়া পরিচালনা করেন শতমুখা সুন্নীয়া জামে মসজিদের খতিব হাফেজ মোস্তাক আহমেদ। গত বৃহস্পতিবার সকাল ১১ টা ১০ মিনিটে রাজধানীর গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য রাজনীতিবীধ জাকারিয়া খান চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ৯ মার্চ তাকে রাজধানীর খিলেেত অবস্থিত আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত ১১ মার্চ তাকে গ্রীণ লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪ টায় দৈনিক মানবকণ্ঠ কার্যালয় সংলগ্ন আশিয়ান মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় জাকারিয়া খান চৌধুরী প্রথম জানাযা। এতে আশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া, মরহুমের চাচাতো ভাই সাবেক সচিব ইকবাল খান চৌধুরী, মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ হাসান ভূঁইয়াসহ মানবকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা-কামচারীসহ তার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। প্রথম জানাযা শেষে তার লাশ নিয়ে আসাা হয় গ্রামের বাড়ি হবিগঞ্জের উদ্দ্যেশে। রাত ১০টায় হবিগঞ্জ কোর্ট জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জাকারিয়া খান চৌধুরীর দ্বিতীয় জানাযা। এতে ইমামতি করেন মাওলানা মুজিবুর রহমান আলকাদরী।