ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হেফাজতের নেতা-কর্মী নিহত ও হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। শনিবার বিকেলে নবীগঞ্জ শহরতলীর ওসমানী রোডস্থ দারুল উলুম মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়। এ সময় হেফাজতে ইসলাম নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক মাওলামা শাহ আলম রবিবারের হরতাল সফল করতে সকল নেতাকর্মীকে মাঠে অবস্থান নেয়ার আহবান জানান। মিছিল চলাকালীন সময়ে নবীগঞ্জ শহরে থমথমে অবস্থা বিরাজ করে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভয়ে আতংকে দোকানপাঠ বন্ধ করে দিকবিদিক ছুটাছুটি করতে দেখা যায়।