স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুরান পাথারিয়া গ্রামে খাস জমি দখল নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। এর মাঝে টেটাবিদ্ধসহ ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ওই গ্রামের মৃত সঞ্জব আলীর পুত্র তোরাব আলীর সাথে একই গ্রামের মৃত হাজি হানিফ উল্লার খাস জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টেটাবিদ্ধ হামিদ মিয়া, জাকারিয়া, উস্তার মিয়া ও জিল মিয়া অনি মিয়া, ফুলতারা, রশিদ, আলাল মিয়া ও আরব আলীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বানিয়াচং ও সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।