স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি অসুস্থ সাংবাদিক এমএ হাকিম ও দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী এবং প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পিতা ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৯টায় বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদকের আয়োজনে পত্রিকা কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সভাপতি ও হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান ও মোহাম্মদ নাহিজ, প্রভাকর সম্পাদক আব্দুল আলীম, বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, আজকের সংবাদপত্রের সাব এডিটর এমএআর শায়েল, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক ও নির্বাহী সম্পাদক আফতাবুর রহমান সেলিম, ওসমানি স্মৃতি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অপু আহমেদ রওশন, রনি আহমেদ প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইয়ূম।