আবুল কাসেম, লাখাই থেকে ॥ মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যগড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে লাখাই উপজেলা প্রসাশন ৫০ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আবু হানিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আলম, আলেয়া বেগম, ইয়াছিন আরাফাত রানা, লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম ও ফারুক আহমেদ। উপস্থাপনায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম।