স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও অসুস্থ সাংবাদিক এমএ হাকিমের আরোগ্য কামনায় দোয়া মাহফিল করেছে জেলা সংবাদপত্র হকার্স সমিতি। গতকাল শনিবার বাদ মাগরিব প্রতিদিনের বাণী কার্যালয়ে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন সংগঠনের সভাপতি মোঃ কামাল উদ্দিন খান, সহ-সভাপতি আব্দুন নুর ও শাহিন মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ আল আমিন, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, সদস্য নাসির উদ্দিন, কাঞ্চন রায়, বিষু রায়, অজয় দেব, দুলাল মিয়া, সাত্তার মিয়া, রুবেল মিয়া, মোহিত হোসেন সুমন, মোঃ মোশাহিদ মিয়া, মোঃ সুমন। দোয়া ও মাহফিল পরিচালনা করেন মাওলানা শেখ এমরান হোসেন।