নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় প্রবাসীর বাড়ীঘর ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া উঠেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুকিমপুর গ্রাম প্রবাাসী আবুল বশরের বসত করে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় আবুল বশর (৪৫), নিপা বেগম (৪০) ও রুমি আক্তার(২৫) গুরুতর আহত হন। আহতের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এই ঘটনায় আবুল বশরের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আউশকান্দি ইউনিনের মুকিমপুর গ্রামের নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, মঞ্জু মিয়া গংদের বাড়ীর সীমানার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন আবুল বশরের বসত বাড়ির উত্তর পাশে বাউন্ডারির দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের উপর অতর্কিতে হামলা চালায়। দেয়াল ভাঙ্গা শব্দ শুনে নিপা বেগম এগিয়ে এসে বাধা প্রদান করলে তার উপর হামলা করে দূর্বৃত্তরা। হামলাকারী বসত ঘর থেকে স্বর্ণালঙ্কার ও লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।