প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সভা গতকাল সোমবার সন্ধায় শহরের ঘাটিয়া বাজারস্থল মেসার্স আল নুর কথ স্টোরে অনুষ্ঠিত হয়েছে। শচীন্দ্র লাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ফজলুর রহমান লেবুকে সভাপতি, দুলাল সূত্রধরকে সাধারণ সম্পাদক ও আহম্মদ জামান খান শুভকে সংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন, হাজী তাহের আহমদ, মোঃ ফারুক মিয়া, বিজন বিহারী ভৌমিক, শংকর দাশ, মিহির লাল দাশ সবুজ দাশ, ডাঃ বঙ্গবিহারী সরকার, স্বপন কুমার মজুমদার, ননী গোপার দেবনাথ, আবিদুর রহমান চৌধুরী প্রমুখ।