মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের রাজ-রাজেশ্বরী মন্দির থেকে চুরি হওয়া পিতলের গোপাল মুর্তিসহ দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম আদাঐর গ্রামে অভিযান চালিয়ে মহন লাল সরকারের ছেলে অমৃত সরকার (২৬) ও একই গ্রামের মৃত ছদর আলী ওরুপে ছুবল মিয়ার ছেলে জাকির হোসেন(৪৫)কে আটক করে। পরে জাকির হোসেনের স্বীকারোক্তি মতে তার ঘরে থেকে চুরি হওয়া পিতলের গোপাল মুর্তি উদ্ধার করেন। থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান-ইতিমধ্যে ৪জনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।