স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল-মিরপুর সড়কে নোয়াবাদ এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত সোমবার রাত ১১টার দিকে ৫/৬ জনের একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নেয়। খবরটি সদর থানায় পৌঁছলে এসআই আব্দুর রহিম ও খুর্শেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের আমান উল্লার ছেলে মানিক মিয়া (২৫) ও একই গ্রামের সঞ্জব আলীর ছেলে মনির মিয়া (২২) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, রশিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রহিম জানান, ডাকাতদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত ডাকাত। পালিয়ে যাওয়া অন্যান্য ডাকাতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনার পর থেকে পুলিশ ওই সড়কে টহল বাড়িয়েছে।