শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন মাধবপুরে আ.লীগ নেতা সাংবাদিক মিজান গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ প্রতিযোগিতা হবে নেক আমলের, হচ্ছে পদ পদবীর হবিগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের ॥ আহত ৩ নবীগঞ্জের দিনারপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমানুল্লাহ ॥ দেশে রাজনীতির নামে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সামাজিক সংগঠন নাগরিক অধিকার অভিষেক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে ফসলি জমির মাটি কেটে বিক্রি ॥ ভুক্তভোগী এলাকাবাসী ইউএনও বরাবর অভিযোগ আ.লীগ নেতা মুকুলকে ভিসির অনুষ্ঠানে আমন্ত্রণ ॥ দিনারপুর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসক নিকট অভিযোগ সীমান্তে চোরাচালান নারী শিশু পাচার প্রতিরোধ করছে বিজিবি

দুর্নীতি করে কেউ পার পাবেনা জেলা প্রশাসক ইশরাত জাহান

  • আপডেট টাইম বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩১০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন-বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার তথ্য-প্রযুক্তি ব্যাপক সম্প্রসারণ করেছে। সর্বপরি দেশ এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন-ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে মানুষকে কাংখিত সেবা নিশ্চিত করতে হবে। অনিয়ম দুর্নীতি থেকে সবাই বিরত থাকবেন, দুর্নীতি করে কেউ পার পাবেনা। জেলা প্রশাসক ইশরাত জাহান-নবীগঞ্জে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, প্রেসক্লাবের জায়গা ও ভবন নির্মান, নবীগঞ্জ জেকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬তলা ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন। মঙ্গলবার (২৩ মার্চ) নবীগঞ্জ উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ও পজীব কর্মকর্তা সাকিল আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, নুর উদ্দিন (বীর প্রতীক), নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল। বক্তব্য রাখেন- বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আল আসিফ আবেদীন, প্রধান শিক্ষক রাহেলা খানমসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চা বাগানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ২০টি বাইসাইকেল বিতরণ করেন, ৫ জন ভিক্ষুককে ৫টি সেলাই মেশিন ও নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। ১৩টি ইউনিয়নের ১৭ জন দুঃস্থ মানুষের মাঝে ১৭টি ভাসমান দোকানঘর প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের রেকর্ডরুম সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com