স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর পান্না কুমার শীল শিক্ষা ব্যবস্থা নিয়ে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা যাতে করে কম খরচে শিক্ষা গ্রহন করতে পারেন সে জন্য সামাজিক সেবা মূলক সংগঠন ভাই ব্রাদার্সের সদস্যদের সহযোগীতায় গড়তে যাচ্ছেন একটি ‘স্বপ্নের স্কুল’। আগামী এপ্রিল মাসের ৫ তারিখ থেকে এ স্কুলটির আনুষ্ঠানিক কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে কাউন্সিলর পান্না কুমার শীল নেপোলিয়নের একটি উক্তি দিয়ে বলেন, ‘নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব’। তিনি বলেন, আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থাটা বর্তমান সময়ে বানিজ্য কেন্দ্রীক হয়ে গেছে। শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে কোচিং করতে প্রতিমাসে মোটা অংকের টাকা প্রয়োজন হয়। যার ফলে অনেক গরীব অসহায় পরিবারের ছেলেমেয়েরা টাকার জন্য প্রাইভেট বা কোচিং করতে না পেরে পিছিয়ে পড়ছে। তিনি বলেন, মূলত তাদের কথা চিন্তা করেই ‘স্বপ্নের স্কুলটি’র কার্যক্রম চালু করতে যাচ্ছি। পান্না কুমার শীল বলেন, আমার প্রিয় ৩নং ওয়ার্ডবাসির শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেয়ার জন্য প্রাথমিক ভাবে আমার এ উদ্যোগ। এ স্কুলটি ভাই ব্রাদার্স সামাজিক সংগঠন এর সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে যাত্রা শুরু করবে। এতে নামে মাত্র মাসিক বেতন দিয়ে দরিদ্র অসহায় শিক্ষার্থীদের কোচিং করানো হবে। প্রাথমিক ভাবে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রতি শিক্ষার্থীকে দিতে হবে মাসিক ৫০ টাকা, ৬ষ্ট শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মাসিক দিতে হবে ১০০ টাকা। শিক্ষার্থীদের দেয়া সামান্য এই টাকাগুলো কোচিং সেন্টারের শিকদের নূন্যতম একটি মাসিক সম্মানী দেয়া হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আমাদের এই কোচিং সেন্টার বা স্বপ্নের স্কুলের শিক্ষকবৃন্দ থাকবেন যোগ্যতা সম্পন্ন ও মানবিক। এখানে টাকার জন্য কেউ ক্লাস করাবেন না, শুধুমাত্র মানবসেবার জন্য ক্লাস করাবেন তারা। এছাড়াও বিজ্ঞান, গণিত, ইংরেজীসহ বিভিন্ন গুরুপ্তপূর্ণ বিষয়ে জন্য দক্ষ ও বাচাই করা শিক্ষকরা ক্লাস নিবেন। প্রতিটি গ্রুপের জন্যও থাকবেন আলাদা আলাদা শিক্ষক। প্রাথমিক ভাবে ৩নং ওয়ার্ডের শিক্ষার্থীদের জন্য এ স্কুলটি চালু হবে। তাই নতুন এ পথচলায় সকলের সহযোগীতা কামনা করেন তিনি।