স্টাফ রিপোর্টার ॥ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মামুন খান বাবুকে অপহরণ করে নির্যাতন করার প্রতিবাদে রোববার সন্ধ্যা ৭টায় মুসলিম কোয়ার্টার মাইক্রো পার্কিং এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন জেলা তথ্য অফিসার আবু ছালেহ মোঃ শিবলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক ব্যাংকার ইয়াকুব আলী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, এনায়েত উল্লাহ তারেক, সাম্মির চৌধুরী, ডাঃ আহমদুর রহমান আবদাল, এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ, এডঃ নুরুল কবির তরফদার টুকন, এডঃ জুনায়েদ আহমেদ, পিযুষ চক্রবর্তী, এডঃ নিজামুল হক লষ্কর, হুমায়ুন খান, এডঃ নজরুল ইসলাম জুনেদ, আহসানুল হক সুজা, মামুনুর রশিদ খান, ইসমাইল হোসেন সেলিম, তুষার চৌধুরী, কাউন্সিলর গৌতম দাস, কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, সৈয়দ মুশফিক আহমেদ, মোঃ মনোহর আলী, মহিবুল ইসলাম শাহেদ, আব্দুল বাতেন চৌধুরী জাকি, শাহিন আহমেদ, ছালাহ উদ্দিন চৌধুরী রাজিব, ইব্রাহিম খলিল সোহেল, তৌফিক আহমেদ, আরিফ রাব্বানি টিটু, এম হেমায়েত উল্লাহ রিজু, এস এম নাজু, কাজি রফিকুল ইসলাম ছুটন, অলিউর রহমান আবাবিল, রুবেল খান, গোলাম রাব্বানি রাশেদ।
সভায় বক্তারা বলেন, গত বৃহষ্পতিবার রাতে শহরের সিনেমা হল এলাকা থেকে ব্যবসায়ী মামুন খান বাবুকে কতিপয় সন্ত্রাসী অপহরণ করে ব্যাপক নির্যাতন করে। তারা অবিলম্বে এ সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত মামুন খান বাবুর অবস্থা অবনতি হওয়ায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।