নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শুলেন্দু চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নবীগঞ্জ শহরের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের নিলেন্দু চক্রবর্তীর ছেলে। তার বিরুদ্ধে ২০১৩ সালে একটি চেক জালিয়াতি মামলায় তার ১ বছরের সাজা ও নগদ ৬ লাখ টাকার অর্ধদণ্ড প্রদান করেন আদালত। এর পর থেকে সে পলাতক ছিল। গতকাল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই পান্না লালের নেতৃত্বে অভিযান চালিয়ে থাকে আটক করা হয়।