নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে নবীগঞ্জকে ফরমালিন মুক্ত করতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন ফলের দোখানো বিভিন্ন মৌসুমি ফল পরীক্ষা করে একটি দোখানে আঙ্গুর ও আমে ফরমালিন পাওয়ায় তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং আঙ্গুর ও আমগুলি বিনষ্ট করা হয়। অভিযান কালে সহযোগিতা করেন নবীগঞ্জ উপজেলা সেনেটারী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, অফিস সহকারী মোঃ শামছুদ্দিন, মৎষ্য অফিসের অফিস সহকারী দিলীপ কুমার দাশসহ অন্যান্যে কর্মচারীবৃন্দ।