বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

বানিয়াচঙ্গে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ॥ জনগণের সাথে সর্বোচ্চ ভাল ব্যবহার করতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৮৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলার মহাগ্রাম বানিয়াচংকে নান্দনিকসাজে সাজানো হবে, ঐতিহ্যর ধারক গড়ের খালকে উদ্ধার করে আগের রূপে ফিরিয়ে নেয়া হবে, ইতিহাস ঐতিহ্যের চারণ ভূমি বানিয়াচংয়ের পর্যটনের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করে এর উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করা হবে। ১৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, শেখ সামছুল হক, হাবিবুর রহমান, রেখাছ মিয়া, আহাদ আলী, এরশাদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মাস্টার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপূল ভূষন রায়, সম্পাদক মাওলানা আতাউর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোসাহেদ মিয়া, শিক্ষক আব্দুল কাউয়ুম, তথ্য সেবা সহকারী নাঈমা সুলতানা প্রমুখ। জেলা প্রশাসক ইশরাত জাহান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সকল অফিসকে দুনীর্তিমুক্ত রাখতে হবে, আমাদের প্রধানমন্ত্রী দূনীর্তির বিরুদ্ধে জিরো ট্রলারেস ঘোষণা করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সকল কাজের মনিটরিং করা হচ্ছে, অতএব আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে নিজেরা বিব্রতকর অবস্থায় পড়েন। জনগণের টেক্সের টাকায় আমাদের বেতন হয়, তাদের সাথে সর্বোচ্চ ভাল ব্যবহার করতে হবে, কোন অবস্থায়ই সেবা গ্রহীতাদের সাথে কোন ধরনের খারাপ আচরণ করা যাবে না। যার যার অবস্থান থেকে সঠিক কাজটি করে যেতে হবে। বর্তমান সরকার জনবান্ধব সরকার, জনসেবাকে জনগনের দৌড়গোড়ায় পৌছে দিতে আমরা বদ্ধপরিকর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক তুলেদেন ইউএনও মাসুদ রানা এবং বানিয়াচং প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাব সভাপতি মোসাহেদ মিয়া এবং সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে ভিক্ষুক পূর্নবাসনের অংশ হিসেবে ভিক্ষুকদের মধ্যে টং দোকান ও মালামাল বিতরণ করেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দলিত হরিজনদের জন্য নির্মাণাধীন ঘরের উপকারভোগীদের মধ্যে চাবি হস্তান্তর করেন এবং ভূমিহীন ক তালিকার জন্য নির্মিত ঘর পরিদর্শন ও উপকারভোগীদের সাথে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com