স্টাফ রিপোর্টার ॥ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ পুলিশ লাইনে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা এর সভাপতিত্বে এবং বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব রাখেন হবিগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যন্ট (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার আরিফ হোসেন, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, পুলিশ লাইন্সের আরআই আবুল কালাম, মুক্তিযোদ্ধা সন্তান প্রাতিষ্ঠানিক কমান্ড এর সেক্রেটারী শাহ জয়নাল আবেদীন রাসেল, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের বক্তব্য দেন শিশু নাবিলা জান্নাত এঞ্জেলা। অনুষ্ঠান শেষে জন্ম দিনের কেক কাটেন অতিথিবৃন্দ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, তার ছোট ভাই সেলিম আহমেদ, অতিরিক্ত পুলিশ শৈলেন চাকমার সহ-ধর্মীনি এ্যামি চাকমা, গৌতম কুমার মহারতœ, আকরাম আলী, পিন্ঠু রায়, শেখ আবু জাহিদ প্রমূখ।