ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে থেকে সারাদিন ব্যাপী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, নবীগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এ সময় তিনি বলেন- বঙ্গবন্ধু একটি ইতিহাসের নাম, বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে এদেশের মুক্তিকামী মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং বঙ্গবন্ধুর সুদৃঢ় নেতৃত্বে এইদেশ স্বাধীনতা লাভ করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মান করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এর ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ দৃশ্যমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক), উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার প্রমূখ। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিকসহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন বিপুল চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপস্থাপন করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র কামরুল ইসলাম নবীন। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতিমখানায় মিষ্টি বিতরণ ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।