মাধবপুর প্রতিনিধি ॥ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ বলেছেন-বিশ্বের উন্নত দেশগুলো প্রযুক্তির ব্যবহার করে উন্নতির উচ্চ শিখরে আরোহন করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজম্মের জন্য সন্ত্রাস, দুর্নীতি ও ক্ষুধামুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সকলকে এক সাথে কাজ করতে হবে। দেশের তরুণ সমাজকে প্রযুক্তি ও জ্ঞান নির্ভর প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। তাহলেই বিশ্বের বুকে আমরা মাথা উচু করে দাড়াতে পারব। গতকাল রোববার বিকালে মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দু’দিন ব্যাপি ডিজিটাল মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার ভূমি মোঃ শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সৈয়দ সঈদউদ্দিন বিশ্ব বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার প্রমূখ। মেলা অংশ গ্রহনকারীদের মধ্যে সৈয়দ সঈদউদ্দিন বিশ্ব বিদ্যালয় কলেজ ১ম, ছাতিয়াইন ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ২য় এবং পাইলট উচ্চ বিদ্যালয় ৩য় স্থান লাভ করে। পরে প্রধান অতিথি তাদের মধ্যে ক্রেষ্ট তুলে দেন।