স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় এবং দুপুরে তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনে যুবলীগ নেতার অনিয়মের ঘটনা তদন্ত শুরু হয়েছে। রোববার দুইজন বিশেষজ্ঞ এ তদন্ত করেন। তারা অনিয়মের প্রাথমিক সত্যতাও পান। তদন্তকারী কর্মকর্তারা হলেন ঢাকা থেকে আসা ইউজিডিপির স্যোসাল এক্সপার্ট সিভিল ইঞ্জিনিয়ার রাফায়েল ত্রিপুরা ও নেটওয়ার্ক এক্সপার্ট মাসুদুন্নবী। তদন্ত শেষে ইউজিডিপির স্যোসাল এক্সপার্ট সিভিল ইঞ্জিনিয়ার রাফায়েল ত্রিপুরা জানান, অভিযোগের সত্যতা মিলেছে। তবে এ মুহূর্তে সবকিছু বলা যাচ্ছে না। যথাসময়ে রিপোর্ট পেশ করা হবে। তদন্তকালে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল জাইকা’র অর্থায়নে পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় ধাপের কর্মসূচিতে লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় এবং দুপুরে তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ২০ লাখ টাকা ব্যয়ে কম্পিউটার, টেবিল ও চেয়ার দিয়ে ডিজিটাল ল্যাব স্থাপন, ১০ লাখ টাকা ব্যয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সামগ্রী প্রদান ও ১০ লাখ টাকা ব্যয়ে করাব ইউনিয়নে বড় গোপাটের খাল থেকে আজদার মিয়ার বাড়ি পর্যন্ত আরসিসি উন্মুক্ত ড্রেন নির্মাণে দরপত্র আহ্বান করে এলজিইডি। তিনটি কাজেরই ঠিকাদার নিযুক্ত হন লাখাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল। দরপত্র অনুসারে গত বছরের অক্টোবরে উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় ও তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়। ঠিকাদার বিদ্যালয় দু’টিতে ‘ডেল কোম্পানীর অপটিপ্লেক্স-৩০২০, কোরআই-৩ মডেলের’ ৪৮টি কম্পিউটার সরবরাহ করেন। সরবরাহের কয়েকদিন পরই তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৪টি ও রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের ৫টি কম্পিউটার নষ্ট হয়ে যায়। ঠিকদারী প্রতিষ্ঠানের সরবরাহকৃত সবক’টি কম্পিউটার বিশ^খ্যাত ব্রা- ডেল কোম্পানীর। কিন্তু সবগুলো কম্পিউটার কমপক্ষে ৪ বছর পূর্বে আমদানী বন্ধ করে দিয়েছেন বাংলাদেশের আমদানীকারকরা। এমনটা জানা গেছে ষ্টার টেক ও গ্লোবাল ব্যান্ড নামের দুইটি আমদানীকারক প্রতিষ্ঠানের সাথে আলাপ করে। ডেল’র ওয়েবসাইটে গিয়ে সরবরাহকৃত কম্পিউটারগুলোর মধ্যে ২ঋছঔ১০২, ২ঠচঔ১০২ ও ৩ত৮ক১০২ সার্ভিস ট্যাগ যাচাই করে করে দেখা যায় এগুলো ২০১৪ সালে বাংলাদেশে আমদানী করা হয়। আর বিক্রয় করা হয় ২০১৬ সালে। সার্ভিস ওয়ারেন্টি মেয়াদ ছিল ২০১৭ সালের মার্চ মাস পর্যন্ত। এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের দাখিলকৃত কম্পিউটার ক্রয়ের রশিদ থেকে জানা যায় শাকিল চৌধুরী ‘রিয়েল ওয়ান’ নামক একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ক্রয় করেন। রশিদে প্রতিষ্ঠানের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে সেখানে গিয়ে বাস্তবে এমন কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। পরে তাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে শিহাব আহমেদ নামে এক ব্যক্তি ফোন রিসিভ করে জানান, তিনি মূলত কম্পিউটার সার্ভিসিংয়ের কাজ করেন। তবে কম্পিউটার সাপ্লাইয়ের অর্ডার পেলে তিনি ঢাকার বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করে দেন। তিনি আরও জানান, বিক্রয় করা কম্পিউটার নষ্ট হলে তিনি নিজে এক বছর পর্যন্ত ঠিক করে দেন।