বানিয়াচং প্রতিনিধি ॥ ১৫টি ইউনিয়নের বানিয়াচং উপজেলাকে ৩টি উপজেলায় রূপান্তর ও ১টি পৌরসভা গঠন এবং আন্তঃ ইউনিয়ন সংযোগ সড়ক উন্নয়ন সহ গ্রামে গ্রামে বিদ্যুৎ গ্যাস সরবরাহের দাবী সম্বলিত স্মারকলিপি বা আবেদনপত্র সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌছানোর উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জ রিজেন্সীর আন্ডারগ্রাউন্ডস্থ অস্থায়ী কার্যালয়ে বানিয়াচং উপজেলা সমিতির সাধারণ সভায় উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের সার্বিক পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তাগণ বলেন, ৫ ইউনিয়নের উপজেলায় সরকারী কর্মকর্তা কর্মচারী যতজন ১৫টি ইউনিয়নের উপজেলা বানিয়াচঙ্গেও অনুরূপ কর্মকর্তা কর্মচারী এবং সমপরিমাণ বরাদ্দ। ফলে বানিয়াচং উপজেলাবাসী সকল ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। বক্তাগণ স্ব-স্ব অবস্থান থেকে বানিয়াচং উপজেলাবাসীকে সার্বিক উন্নয়নে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন, জনস্বার্থে বর্তমান উপজেলাকে ভেঙ্গে “বানিয়াচং দক্ষিণ পশ্চিম উপজেলা” ও “বানিয়াচং উত্তর পূর্ব উপজেলা” নামীয় দু’টি নূতন উপজেলা এবং সদরের ৪টি ইউ.পিকে অক্ষুন্ন রেখে একাংশকে পৌরসভা গঠনের দাবী জানান। বক্তাগণ বানিয়াচং সদরের সাথে জেলা ও ১৫টি ইউনিয়নের সংযোগ সড়কগুলি অগ্রাধিকারক্রমে সংস্কার উন্নয়ন সহ গ্রামে গ্রামে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবী জানান। সভায় আগামী ১৪ জুন সন্ধ্যায় হবিগঞ্জস্থ বানিয়াচং উপজেলা সমিতির আহুত সমাবেশে উপজেলাবাসীর দাবী সংম্বলিত তৈরী খসড়া পৃথক আবেদনপত্র বা স্মারকলিপি পেশের সিদ্ধান্ত নেয়া হয় এবং আবেদনপত্র সংস্থাপন, কেবিনেট, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি হস্তান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জালাল উদ্দিন আহমেদ, এডভোকেট এনামুল হক মুশাহিদ, সৈয়দ তোফায়েল আহমেদ, আব্দুল জলিল চৌধুরী, কামাল হোসেন, আবুল ফয়েজ সৈয়দ তোফা, সালেহ আজহার খান, স্বপন কুমার রায়, ছাদিরুজ্জামান খান জোসেফ, মোতাকাব্বির খান আক্কাছ, শাহ আলম চৌধুরী মিন্টু, ইউনুছ আলী তালুকদার, সৈয়দ ফয়জুল হক, রুয়েল খান চৌধুরী, আব্দুল হামিদ চৌধুরী মাহমুদ, সুব্রত দাস বৈষ্ণব, টিপু চৌধুরী, তাপস কুমার চৌধুরী, পিন্টু চৌধুরী প্রমুখ।