নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ ও মাওলানা আশরাফ আলী প্যানেল চেয়ারম্যান-২ মনোনীত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে পরিষদের নিয়মিত মাসিক সভায় সমঝোতার ভিত্তিতে এ মনোনয়ন দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ৬ মাস অন্তর প্যানেল চেয়ারম্যান-১ ও প্যানেল চেয়ারম্যান-২ পদে নির্বাচন হবে বলে জানা গেছে।