স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দীর্ঘদিন রোগাক্রান্ত হয়ে গত শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলা নিজ বাড়ী বিশাউড়ায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল সকাল ১১টায় বিশাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আনুষ্ঠানিক স্যালুট প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। জানাযায় অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাবেক ইউনিট কমান্ডার আশরাফ বাবুল চৌধুরী, নূরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হবিগঞ্জ সদর উপজেলা কমান্ডার আব্দুস শহিদ সহ শতাধিক মুক্তিযোদ্ধা ছাড়াও সহস্রাধিক লোক জানাযায় অংশগ্রহণ করেন।