স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকি ব্রীজে ট্রলি চাপায় সাবাজুর রহমান (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। সে বানিয়াচং সদরের জাতুকর্ণ পাড়ার আল আমিন মিয়ার পুত্র। গতকাল বুধবার (১০) মার্চ বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, সাবাজুর ট্রলিযোগে বানিয়াচং যাচ্ছিল। উল্লেখিত স্থানে পৌঁছলে ট্রলি উল্টে সে নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করে।