স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেল থেকে আটক কলগার্ল ও খদ্দেরদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে ডিবির এসআই মোজাম্মেল হক বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার বিকাল ৫টায় আটক শহরের রাজনগর এলাকার মৃত মশ্বব আলীর পুত্র খদ্দের সিদ্দিকুর রহমান (৪৫), রিচি অগ্নিকোনা গ্রামের আব্দুল কাদিরের পুত্র ফরিদ মিয়া (২৫), জয়নগর গ্রামের মৃত বিলাত আলীর পুত্র দিলু মিয়া (৪০), কলগার্ল বাহুবল উপজেলার মানিকাআব্দা গ্রামের তানিয়া আক্তার (৩০), সদর উপজেলার পাইকপাড়া গ্রামের পারুল আক্তার (৩০), নবীগঞ্জ উপজেলার দিনাপুর গ্রামের মিলি (২০) ও সদর উপজেলার শরিফাবাদ গ্রামের রনু আক্তার (৩৫) কে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ফৌজদারী ও জজ কোর্টের মাঝামাঝি পুরাতন পৌরসভা সড়কের শাহজালাল, আম্বর আলী ও গরিবে নেওয়াজ হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।