ষ্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা প্রতিনিধি সম্মেলন গত শুক্রবার দুপুরে ঢাকা দয়াগঞ্জ শিবমন্দিরে অনুষ্টিত হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডঃ গোবিন্দ প্রামাণিকের সভাপতিত্বে এবং জাতীয় ছাত্র মহাজোটের সভাপতি কিশোর কুমার বর্মনের পরিচালনায় সংগঠনের সারগর্ভ ও গঠনতন্ত্র নীতিনির্ধারনী তুলো ধরেন মগঠনের মুখপাত্র পলাশ কান্তি দে। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইবপুল বিশ্বাস, ঢাকা মহানগর সভাপতি সমীর সরকার, হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সিলেট জেলা প্রতিনিধি জয়দ্বীপ পাল, মৌলভীবাজার প্রতিনিধি এডঃ বিষ্ণুপদ ধরসসহ দেশের প্রতিটি জেলার প্রতিনিধিবৃন্দ। অনুষ্টানে মৌলভীবাজার জেলা যুব মহাজোটর সভাপতি হরিপদ দেবনাথ, সাধারন সম্পাদক নয়ন লাল দেবসহ দেশের প্রতিটিজেলা ও উপজেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে নেতৃবৃন্দ হিন্দু ধর্মের প্রধান উৎসব শারদীয় দূর্গাপুজায় ৩ দিনের ছুটি ঘোষনা, পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃ প্রতিষ্টা, একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় প্রতিষ্টা, জাতীয় সংসদে ৬০ আসন সংরক্ষণের ব্যবস্থা, সংখ্যালঘু সুরা আইন প্রনয়ন, সরকারী চাকুরীতে ২০% কোটা ব্যবস্থা চালু, হিন্দু স্বার্থ পরিপন্থী কোন আইন প্রচলন না করার ৭ দফা দাবী সরকারের কাছে তুলে ধরেন। এ সময় দেশের হিন্দু ধর্মের লোকজনদের অধিকার আদায়ে লক্ষ্যে ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠিত জাতীয় হিন্দু মহাজোটের গঠনতন্ত্র ও নীতিনির্ধারনী কার্যক্রম তুলে ধরা হয়।