প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম হত্যাকান্ডের প্রতিবাদে নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি শেখ আব্দুল জব্বার ভবনের সামন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অফিস ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জুনেদ আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, দুলাল মিয়া, কাওছার আলম, ছাত্রনেতা রাজিব ভট্টাচার্য্য, শয়ন আহমেদ, আল আমিন, মাহবুব আহমেদ, জামিল আহমেদ, ইব্রাহিম আলী, সোহাগ আহমেদ প্রমূখ। প্রতিবাদ সমাবেশে কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি তার বক্তব্যে বলেন তৌহিদ এর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।