ছনি চৌধুরী ॥ সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া রকেট লাঞ্চারের ১৮টি গোলা নিস্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষ বোমা ডিস্পোজাল ইউনিট। গতকাল সোমবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফ ইশতিয়াক গালিবের নেতৃত্বে ১১ সদস্যের বিশেষ বোমা ডিস্পোজাল ইউনিট সাতছড়ির গহীন অরণ্যে ১৮টি রকেট লাঞ্চারের গোলা নিস্ক্রিয় করণ সম্পন্ন করে। পরে সন্ধ্যা ৬টায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফ ইশতিয়াক গালিব বোমা নিস্ক্রিয় করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। উদ্ধার হওয়া রকেট লাঞ্চারের গোলা নিস্ক্রিয় করতে সোমবার (৮ মার্চ) দুপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফ ইশতিয়াক গালিবের নেতৃত্বে ১১ সদস্যের বিশেষ ওই ইউনিট সাতছড়িতে পৌঁছায়। পরে সেখানে তারা বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ মার্চ) সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ মজুদের গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ছিমটিবিল ও সাতছড়ি হতে সীমান্ত হতে ১ কিলোমিটার অভ্যান্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টে ৫৫ ব্যাটালিয়ান হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরী নেতৃত্বে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো প্লাস্টিকের কাভারে রকেট লাঞ্চারের ১৮টি গোলা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পরের দিন বুধবার (৩ মার্চ) সংবাদ সম্মেলন করে রকেট লাঞ্চারের গোলা উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করেন ৫৫ ব্যাটালিয়ানের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরী। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সাড়ে ৭টায় সাতছড়ির ৭ দফার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান সমাপ্ত করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।