স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত পরিষদের সদস্যরা। নবনির্বাচিত মেয়র মোঃ আতাউররহমান সেলিমের নেতৃত্বে পৌর পরিষদের সদস্যরা সোমবার রাতে সংসদ সদস্যের বাস ভবনে যান। সেখানে এডভোকেট মোঃ আবু জাহির এমপির হাতে ফুলের তোড়া উপহার দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় সংসদ সদস্য পৌরসভার কর্মকান্ডকে গতিশীল করতে নবনির্বাচিত পৌর পরিষদের সদস্যদের পরামর্শ দেন। তিনি নবনির্বাচিত মেয়র মোঃ আতাউর রহমান সেলিমের নেতৃত্বে পৌর পরিষদের সদস্যরা পৌরবাসীর উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শাহ্ সালাউদ্দিন আহাম্মদ টিটু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান। আলোচনায় ভিডিও কনফারেন্সে যোগ দেন ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পান্না কুমারশীল।