স্টাফ রিপোর্টার ॥ “করোনাকালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যের মাধ্যমে হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিধপ্তর, হবিগঞ্জ এর উদ্যোগে জেলা প্রশাসক সভা কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ এর উপ-পরিচালক মো: মাহবুবুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল বাছির, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লা, পুলিশ পরিদর্শক মাসুদা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা বেগম, ডেপুটি সিভিল সার্জন মোখলেছুর রহমান উজ্জল, সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মহিলা কাউন্সিলর সুমা জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। করোনাকালে তাঁর বলিষ্ট নেতৃত্বে অনেক উন্নত দেশের চেয়েও এদেশের মানুষকে সুরক্ষা দিতে সক্ষম হয়েছেন। তাঁরই অনুপ্রেরণায় এই মহামারীকালে পুরুষের পাশাপাশি নারীরাও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে এদেশের নারীরা যাতে আরো এগিয়ে যেতে পারে সেজন্য সবার প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক ইশরাত জাহান।