নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গত ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নেয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী। বক্তব্য রাখেন, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, সহকারী কমিশনার সুমাইয়া মোমিন, অফিসার ইনচার্জ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ণ রায়, ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার সুলাইমান প্রমূখ।