মাধবপুর প্রতিনিধি ॥ করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব ”এ শ্লোগানকে সামনে রেখে মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। একাডেমিক সুপারভাইজার রোকসানা পারভীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, তথ্য আপা মেরিনা নাসরিন, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সাংবাদিক সাব্বির হাসান, মিজানুর রহমান, আলমগীর কবির প্রমূখ। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরুস্কার তুলে দেন।