প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে হবিগঞ্জ জেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদন কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৮মার্চ) সকাল ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি, এ রোগে মৃত্যুর হার শতভাগ। পৃথিবীতে কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে ১জন এবং প্রতিবছরে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। এটি মূলত কুকুরের কামড় বা আচড়ের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫ থেকে ৬ লক্ষ মানুষ কুকুর, বিড়াল, শিয়ালের কামড়ে বা আচড়ের শিকার হয়ে থাকে। যাদের মধ্যে বেশীর ভাগই শিশু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোওয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু, মেডিকেল অফিসার ডিসিজ ডাঃ বাধন আচার্য্য, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার চিপ কোঅর্ডিনেটর মোঃ কামরুজ্জামান, এমডিভি সুপারভাইজার আমজাদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রঞ্জিত আর্চার্য প্রমুখ। সভায় আরো জানানো হয়, ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষে স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং প্রানিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তাই হবিগঞ্জে প্রতিটি ইউনিয়নে ২টি করে টিম এবং পৌরসভায় ১০টি টিম কাজ করবে। যেসকল কুকুরকে টিকা দেওয়া হবে সেসকল কুকুরের গায়ে লাল রং লাগিয়ে দেওয়া হবে।