আবুল কাসেম, লাখাই থেকে ॥ ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে ব্যাপক হারে কুকুরকে টিকাদাজলাতঙ্কন জন্য লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় আরএমও ডা. অপু কুমার সাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, ব্যাটানারি সার্জন সাহাদত হোসেন, চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ডা. বায়জিদ সরকার, স্বপন কুমার প্রমুখ। সভায় বক্তাগণ, আগামী ১১ মার্চ থেকে ১৫ ই মার্চ পর্যন্ত টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন।